দুই সপ্তাহে র্যাবের অভিযানে ৩২৭৩ জনকে জরিমানা ২৮ লাখ
মহামারি করোনাভাইরাসে টালমাটাল দেশ। প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ থেকে শিথিল। দুই সপ্তাহে সারাদেশে বিধিনিষেধ প্রতিপালনে ৪৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সরকার ঘোষিত বিধিনিষেধ লঙ্ঘন করায় ৩২৭৩ জনকে ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করে র্যাব। বুধবার (১৪ জুলাই) র্যাব সদর দফতর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারি করা বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কঠোর লকডাউনের প্রথম দিন থেকে দেশব্যাপী মাঠে সক্রিয় ছিল র্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
এ সময় বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তায় ঘোরাফেরা করা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহণ করাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
তিনি জানান, বিধিনিষেধ বাস্তবায়নে গত ১৪ দিনে র্যাব দেশব্যাপী মোট ২ হাজার ৬৩৯টি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ২ হাজার ৫৮২টি টহল পরিচালনা করা হয়। এই সময়ে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করায় ৪৬২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার ২৭৩ জনকে ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে সাড়ে ৩৬ হাজার ২৬০পিস মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়। পাশাপাশি এক হাজার ৯৯টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেইউ/এসকেডি