দেশের সব স্থলবন্দরে ফায়ার সার্ভিস স্টেশন ও থার্মাল স্ক্যানার মেশিন স্থাপনের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

অনুষ্ঠিত বৈঠকটির সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা এতে অংশ নেন।

স্থলবন্দরগুলোর সমস্যা সমাধানে কমিটির সদস্য রনজিত কুমার রায়কে আহ্বায়ক, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদাকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটিকে স্থল বন্দরগুলো পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এইউএ/এমএইচএস