রাজধানীতে বৃষ্টি/ ফাইল ছবি : সুমন শেখ

রাজধানীর বিভিন্ন স্থানে সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে রাতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত আটটার দিকে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

তিনি বলেন, মৌসুমি বায়ুর কারণে সন্ধ্যার দিকে ঢাকার আকাশে একটা মেঘমালা তৈরি হয়েছিল। এ কারণে সন্ধ্যার পরে হালকা বৃষ্টি হয়েছে। তবে এ বৃষ্টিপাত খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। রাতে আর বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ায় বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র দেশের অন্যান্য অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তাড়াশে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৩৭ মিলিমিটার। দেশের বিভিন্ন অঞ্চলে সামান্য ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, ‍উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

একে/আরএইচ