ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই শেষ সময়ে কোরবানির পশু কিনতে হাটে আসতে শুরু করেছেন নগরবাসী। এরইমধ্যে সকালে যারা এসেছিলেন, তারা কোরবানির পশু কিনে বাসায় ফিরতে শুরু করেছেন। 

মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের সামনে দাঁড়িয়ে এমন চিত্র দেখা গেছে।

আরও দেখা গেছে, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামলীসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে হাটে মানুষ আসতে শুরু করেছে। কেউ আসছেন হেঁটে, কেউবা নগর পরিবহনে আবার কেউ আসছেন ব্যক্তিগত গড়িতে। প্রতিটি পশু কিনতে একা নন, রয়েছেন পরিবারের একাধিক সদস্য। ওই দলে নারী-পুরুষ উভয়ই আছেন। 

মিরপুর থেকে আসা মারকাজুল ইসলাম বলেন, ৩ দিন বিভিন্ন হাটে ঘুরেছি। দাম ও পছন্দসই গরু পাইনি। আজ এখানে এলাম। আশা করছি গরু কিনেই ফিরতে পারব।

আমিন বাজার এলাকা থেকে আসা শিপন তালুকদার বলেন, শুনেছি গতকাল হাটে দাম কম ছিল। আজ শেষ দিন হওয়াতে আরেকটু দাম পড়তে পারে। কালতো ঈদ, আজ একটা না একটা কিনব।

এদিকে হাটে সকালে যারা এসেছিলেন তারা ইতোমধ্যে কোরবানির পশু কিনে বাসার পথে রওনা দিয়েছে। বিকেল নাগাদ হাটে আরও চাপ বাড়বে। গরুর হাটে যত মানুষের চাপ বাড়ছে, অন্যদিকে গাবতলী দিয়ে ঢাকা থেকে বের হওয়ার প্রধান পথ মিরপুর সড়কে গাড়ির চাপ তত বাড়ছে।

এমএইচএন/এইচকে