সাত গম্বুজ জামে মসজিদ, আল্লাহ করিম জামে মসজিদ, বাঁশবাড়ি জামে মসজিদ, মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ও বাবরি জামে মসজিদসহ রাজধানীর মোহাম্মদপুর এলাকার সকল মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এসব জামাত বুধবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে অনুষ্ঠিত হয়।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের জামাত। করোনা থেকে মুক্তি, কোরবানি কবুল, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এর আগে সকাল ৬টা থেকে প্রতিটি মসজিদের মাইকে মুসল্লিদের ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান করতে থাকেন ইমামরা। এরপর থেকেই জায়নামাজ হাতে মসজিদে ঈদের জামাত আদায়ে যেতে থাকেন মুসল্লিরা। মুসল্লিদের অনেককেই ফাঁকা ফাঁকা হয়ে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গা কমে গেছে। মাস্ক ছাড়াও অনেকে মসজিদে প্রবেশ করেছেন। মসজিদ কর্তৃপক্ষ কোথাও কোথাও মাস্ক সরবরাহ করেছেন। কোথাও কোথাও সিঁড়িতে ঠেলাঠেলি করে মসজিদে উঠতে ও নামতে দেখা গেছে। তবে নামাজ শেষে কোলাকুলি এড়িয়ে গেছেন অধিকাংশ মুসল্লি।

নামাজ শেষে মুসল্লিদের পশু কোরবানির কাজে অংশ নিতে দেখা গেছে।

এমএইচএন/এইচকে