ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর আরো দুই দিন কোরবানি দেওয়া যায়।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় পশু কোরবানি দিতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানিও দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু কোরবানি দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
মুগদায় ইমাম হাজান নামের এক মাদ্রাসা ছাত্র ঢাকা পোস্টকে জানান, ঈদের দিন ১৪টি গরু জবাই করেছেন। আজকে (ঈদের দ্বিতীয় দিন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫টি গরু জবাই করেছেন।
বিজ্ঞাপন
সোহাগ নামের এক কসাই জানান, ঈদের দিন ৫টি গরুর কোরবানির কাজ করেছি। আজও তিনটির কাজ করব। এর মধ্যে একটার কাজ শেষ হয়েছে। এখন একটা বানানোর কাজ চলছে।
ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন আব্দুল রাশেদ। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য তিনটি গরু কোরবানি দেওয়া। ঈদের দিন একটি কোরবানি দিয়েছি। আজকে একটি দিচ্ছি, কাল আরেকটি কোরবানি দেব। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।
মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। সারাবিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য হযরত ইব্রাহিমের (আ.) পুত্রকে কোরবানির প্রতীকী ত্যাগের ঐতিহ্য অনুসরণে ১০ জিলহজ পশু কোরবানি দিয়ে থাকেন। ইসলামের বিধান অনুযায়ী ১০, ১১ ও ১২ জিলহজ তিনদিন কোরবানি দেওয়া যায়।
এসআই/জেডএস