কঠোর বিধিনিষেধে বিয়ের আয়োজন করায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বর ও কনেপক্ষকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই) বিকেল তিনটার দিকে পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধের মধ্যেই পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় গোপনে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এ বিষয়ে ফয়সাল আহমদ বলেন, বিধিনিষেধের মধ্যে উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এলাকায় গোপনে বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে জরিমানা করা হয়েছে। এ সময় কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা ও বরের চাচাতো ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কেএম/আরএইচ