পুরান ঢাকার কর্মহীন মানুষের পাশে ‘মাঞ্জা’
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। চলমান কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসচ্ছল এসব পরিবারের মাঝে চাল সহায়তা দিয়েছে পুরান ঢাকার সেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা।
রোববার (২৫ জুলাই) রাজধানীর পুরান ঢাকার শিংটোলার মাঞ্জার অফিস প্রাঙ্গণে ৫ কেজি করে দুই শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
মাঞ্জার পক্ষ থেকে জানানো হয়, চলমান কঠোর বিধিনিষেধের কারণে অফিস প্রাঙ্গণে দুই শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা আরও প্রায় ৩০০ পরিবারের কাছে চাল পৌঁছে দেন।
বিজ্ঞাপন
মাঞ্জার অন্যতম সদস্য মানব ঘোষ মিহির বলেন, লকডাউনের আগে থেকেই আমরা চাল সংগ্রহ করা শুরু করি। আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রজেক্ট সুন্দরভাবে শেষ করতে পেরেছি।
তিনি বলেন, আমাদের যারা চাল দিয়েছেন তারা সবাই আমাদের পরিচিত। যারা আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করেন। আমরা যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে মাঞ্জা পরিবার।
আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। আমরা সামনে ডেঙ্গু নিয়ে পরিচ্ছন্নতার কাজ করার চিন্তা করছি। এ কাজে সবার সহযোগিতা চাই।
এইউএ/এসকেডি