এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন খাতের প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডসহ ১০ নির্মাণাধীন ভবনের মালিককে ২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৫ জুলাই) এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসন খাতের  প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনসহ ৪টি ভবনকে ১ লাখ ৫০ হাজার টাকা, অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো মুগদার ঝিলপার এলাকায় ৩টি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫ এর আনিক পূর্ব জুরাইন এলাকার ২টি নির্মাণাধীন ভবনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।  

অভিযানে সর্বমোট ১১৪টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও ২ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।    

অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো বলেন, আজকের (রোববার) অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও ১০টি বাড়িতে ডেঙ্গুর প্রজনন উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদের আগামী ১-৩ দিনের মধ্যে পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে। 

এএসএস/এসকেডি