রাজধানীর কদমতলী মুন্সিখোলা কুতুবপুর হাজি তাহের ফ্যাক্টরিতে মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আলমগীর রানা ঢাকা পোস্টকে বলেন, কদমতলীর মুন্সিখোলা কুতুবপুর ফ্যাক্টরিতে আমরা দুজনই একসঙ্গে কাজ করি। কাজ করার সময় আলমগীর মোটরের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। প্রতিদিন বাড়ি থেকে এসে ফ্যাক্টরিতে কাজ করতেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি