ঢামেকে নার্সদের প্রণোদনার চেক হস্তান্তর শুরু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সদের প্রথমবারের মতো প্রণোদনার চেক হস্তান্তর শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১ হাজার ২৪৬ জন নার্সকে প্রণোদনার এ চেক হস্তান্তর করা হবে।
সোমবার (২৬ জুলাই) দুপুর ১টায় নিজ কার্যালয়ে ১০ জন নার্সের হাতে প্রণোদনার চেক হস্তান্তর করেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, করোনা মহামারির শুরু থেকে আমাদের নার্সরা অক্লান্ত পরিশ্রম করছেন। যখন থেকে পরিবারের লোকজন স্বজনদের ফেলে চলে গেছেন, ভয়ে কাছে আসত না সেই সময় থেকে জীবনবাজি রেখে রোগীদের চিকিৎসা দিয়েছেন তারা। আমাদের অনেক নার্স সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, এমনকি মারাও গেছেন।
তিনি বলেন, দেশের এ অবস্থায় এখনও নার্সরা তাদের কাজ করে যাচ্ছেন। এ কাজের জন্য সরকার ঘোষিত ২ মাসের বেতনের প্রণোদনার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ (সোমবার) প্রথমবারের মতো ১০ জনের হাতে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে প্রণোদনার চেক দেওয়া হবে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, করোনা মহামারির সময় ১ হাজার ২৪৬ জন নার্স রোগীদের সেবা দিয়েছেন। সরকার তাদের ২ মাসের বেতনের টাকা প্রণোদনা হিসাবে দিচ্ছে। আজ ১০ জনকে চেক হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢামেক হাসপাতাল-২ এ ৮৪০ জন, হাসপাতাল-১ বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ৩২৩ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৮৩ জন নার্সকে এ প্রণোদনার চেক দেওয়া হবে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ঢামেক শাখার সভাপতি মো. কামাল পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, দেশে যখন করোনা মহামারি শুরু হয় তখন থেকেই আমাদের নার্সরা জীবনের মায়া না করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে পরিচালক আজ ১০ জন নার্সের হাতে প্রণোদনার চেক হস্তান্তর করেছেন।
এসএএ/এসকেডি