কমরেড মণি সিংহ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী সংগ্রামী নেতা কমরেড মণি সিংহের আজ ১২০তম জন্মবার্ষিকী।

১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মণি সিংহ। মুক্তিযুদ্ধকালীন তিনি অস্থায়ী সরকারের উপদেষ্টাও ছিলেন। মণি সিংহ মৃত্যুর আগ পর্যন্ত গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন।

মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিপিবি এবং কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। করোনার কারণে সীমিত পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

আজ বুধবার (২৮ জুলাই) রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে এবং সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। 

এছাড়াও নেত্রকোনার সুসং দুর্গাপুর টঙ্ক স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আকারে কমরেড মণি সিংহের মেলা উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন গণসংগঠন কমরেড মণি সিংহের জীবন ও কর্ম নিয়ে তিন দিনের আলোচনা সভা, গান, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এএসএস/এমএইচএস