বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ

চারটি নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফকে।

তার ছেলে মুনতাকিম আশরাফ জানিয়েছেন, আমার বাবা অধ্যাপক মো. আলী আশরাফ এমপির জানাজা আজ (শুক্রবার) বাদ এশা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আগামীকাল (শনিবার) বেলা ১১টায় কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ মাঠ, বাদ জোহর দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠ ও বাদ আছর গল্লাই ইসমাইল দাখিল মাদারাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে কুমিল্লার চান্দিনা গল্লাইয়ের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে শায়িত করা হবে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক আলী আশরাফ। তার বয়স হয়েছিল ৭৪ বছর। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য।

সাবেক ডেপুটি স্পিকার আশরাফ আলী বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি। গত ১০ জুলাই তাকে স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়।

আলী আশরাফ এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদে কুমিল্লার মানুষের প্রতিনিধিত্ব করেন। ২০০০ সালে আলী আশরাফ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। 

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

এইউএ/এসএসএইচ