কাতা‌র প্রবে‌শের ক্ষেত্রে বাংলাদেশসহ ছয় দেশের অ‌ভিবাসী‌দের জন্য কোয়ারেন্টাইন নীতি পরিবর্তন ক‌রা হয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা।

সোমবার (২ জুলাই) থেকে নতুন নিয়ম কার্যকর হ‌বে। দোহার বাংলা‌দেশ দূতাবাস শ‌নিবার (৩১ জুলাই) তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, কাতারে আগমনের ক্ষেত্রে কোয়ারেন্টাইন নীতির প‌রিবর্তন করা হ‌য়ে‌ছে। আগামী সোমবার (২ আগস্ট) দুপুর ১২টার পরে দোহায় আগত যাত্রীদের কাতারে অবস্থানের সময় দুই ডোজ টিকা নিয়েছেন এবং ১৪ দিন পার হয়েছে কিংবা কাতারে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে লাল তালিকাভুক্ত যেকোনো দেশ থেকে কাতার যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, কাতার কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করে আপডেট থাকার জন্য অনুরোধ জানায় দূতাবাস।

এনআই/ওএফ