রাজধানীর ভাটারায় আটতলা একটি ভবনের চারতলার কার্নিশে আটকে থাকা সুখী (২০) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রোববার (১ আগস্ট) রাত ৮টায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি জানান, আমরা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে খবর পাই ভাটারা বাগানবাড়ি এলাকার একটি ভবনের চারতলার কার্নিশে এক কিশোরী আটকে আছে। পরে আমাদের বারিধারা স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের গ্রিল কেটে ওই কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই কিশোরীকে আমরা পুলিশের কাছে বুঝিয়ে দেই।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক মো. ইস্কান্দার ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া কিশোরী মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এর আগেও এই কিশোরী আশেপাশের বাসায় ঢুকে গিয়েছিল অনেক বার। পরে সেখানে গিয়ে তার পরিবারের লোকজন নিয়ে আসত।

তিনি বলেন, যে ভবনের কার্নিশে ওই কিশোরীকে পাওয়া গেছে এর পাশের একটি খালি প্লটে তাদের পরিবার থাকে। সে কীভাবে ওই ভবনের চারতলায় উঠেছে তার মা তা জানে না। তবে সে মাঝে মধ্যে এভাবে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। তার মানসিক ভারসাম্যহীনতা রয়েছে বলেও তিনি জানান। ‌

এমএসি/জেডএস