রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর বাবা ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে শনির আখড়া বর্ণমালা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঠিক মতো পড়াশোনা করত না। শুধু মোবাইল নিয়ে পড়ে থাকত। জোর করে মোবাইল নিয়ে নিলে অভিমানে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি