শ্যামলীতে মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক হেলপার আটক
ইজদাদুল হক- ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় বেপরোয়া ট্রাকের হেল্পারকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়েছেন ট্রাকচালক।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শ্যামলী ফুটওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুক ঢাকা পোস্টকে জানান, এ দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও কয়েকজন আহত হওয়ার সংবাদ পেলেও তাদের খুঁজে পায়নি পুলিশ।
নিহত ব্যক্তির নাম ইজদাদুল হক। তিনি বাংলাবাজার হক শপ পাবলিকেশনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদরের কোতোয়ালি থানার রসুলপুর গ্রামে। তার বাবার নাম আনিসুল হক। রাতে তিনি নিজ মোটরসাইকেলে করে গেন্ডারিয়া থেকে শিশু হাসপাতালে যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
এসআই গোলাম ফারুক বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রাকের হেল্পারকে আটক করা হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন চালক। ট্রাকটি জব্দ করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, আটক হেল্পারের নাম ওমর ফারুক। তিনি পুলিশকে জানিয়েছে, ট্রাকটি মানিকগঞ্জ থেকে ঢাকা আসছিল। এতে কোনো মালামাল ছিল না।
নিহত ইজদাদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। ভোররাতেই নিহতের স্বজনরা মরদেহ নিতে ঢামেকে এসেছেন। ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।
এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শ্যামলী ফুটওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে একটি মোটরসাইকেল ও দুটি রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। অচেতন অবস্থায় ইজদাদুলকে ঘটনাস্থল থেকে ঢামেকে নেয় ট্রাফিক পুলিশ। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিরাপদ সড়ক আইনে একটি মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।
২০২০ সালে দেশে ৪ হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮ হাজার ৬০০ জন। দুর্ঘটনার ২৮.৩৯ শতাংশের জন্য দায়ী ট্রাক ও কাভার্ডভ্যান। এ সময় সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৫ হাজার ৩৯৭টি দুর্ঘটনায় ৭ হাজার ৩১৭ জন নিহত এবং ৯ হাজার ২১ জন আহত হন।
এআর/এইচকে