রাজধানী‌র মেরুল বাড্ডার খেলার মাঠ দখল করে দোকানপাট গড়ে তোলার অভিযোগ পেয়ে তা উচ্ছেদ করেছে পুলিশ।

পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌য়ে পাঠা‌নো মেসে‌জের ভি‌ত্তি‌তে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এআইজি মো. সো‌হেল রানা।

তিনি জানান, রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান তাদের এলাকায় মসজিদের পাশে খেলার মাঠ দখল করে দোকানপাট বসেছে। মানা হ‌চ্ছে না স্বাস্থ্য‌বি‌ধিও। মসজিদ কমিটির ইচ্ছায় এখানে দোকানপাট ও মেলা বসছে।

বার্তা পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদকে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

এর পরিপ্রেক্ষিতে বাড্ডা থানার ওসি তার একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সব দোকানপাট উচ্ছেদ করেন।

জেইউ/জেডএস