নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৬ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। তারা পেটের ভেতর ঢুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা বহন করছিলেন।  

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর এসপি মোরশেদ জানান, উত্তরার র‍্যাব-১ ব্যাটালিয়ন সদর দফতরে বুধবার দুপুর ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এইচকে