আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপনে মন্ত্রিপরিষদ বিভাগের ৬৮ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, ‘করোনাভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় জনস্বার্থে জরুরি প্রয়োজনে আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ সাধনের জন্য প্রশাসন ও বিধি, মন্ত্রিসভা ও রিপোর্ট, কমিটি ও অর্থনৈতিক এবং জেলা মাঠ প্রশাসন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পাওয়া কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত থেকে এ দায়িত্ব পালন করবেন।’

এতে আরও বলা হয়, ‘অন্যান্য অনুবিভাগের প্রধানরা জনস্বার্থে জরুরি প্রয়োজনে তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য সদয় নির্দেশনা প্রদান করবেন। দায়িত্ব পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তা কর্মচারীদের তালিকা সাধারণ সেবা অধিশাখা পাঠাবে।’

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনে যেকোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে আসতে হবে বলেও আদেশে বলা হয়।

এসএইচআর/এমএইচএস