দেশের বেশ কয়েকটি অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করেছে বিএটি বাংলাদেশ। করোনাভাইরাসের টিকা গ্রহণে গ্রামীণ জনপদের মানুষকে উৎসাহ দিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

এই উদ্যোগের ফলে বিএটি বাংলাদেশ সংশ্লিষ্ট কৃষক, রিটেইলার ও মাঠপর্যায়ের কর্মীরা এসব বুথে গিয়ে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার জেলা সদর রোডের আবহাওয়া অফিস মোড়ে অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড টাঙ্গাইল বিএটি বাংলাদেশের পক্ষ থেকে টিকা নিবন্ধনের এই সেবা দিয়ে যাচ্ছে। 

এদিকে কক্সবাজারে বিএটি বাংলাদেশের পক্ষ থেকে করোনা টিকা নিবন্ধনের কাজ চলছে। বিএটি বাংলাদেশের কক্সবাজার জেলার পরিবেশক আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

অন্যদিকে বিএটি বাংলাদেশ পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম, লামা ও চকরিয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে টিকা কার্যক্রম নিশ্চিত করেছে। এ কার্যক্রমের অধীনে এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা ওই এলাকার পুরো জনগোষ্ঠীকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা পর্যন্ত চলমান থাকবে। 

বিএটি বাংলাদেশের তত্ত্বাবধানে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা, কুষ্টিয়াসহ অন্যান্য জেলাতেও। রাজধানীতে বিএটি বাংলাদেশের সহযোগিতায় নিয়োজিত ব্যক্তি এবং রিটেইলারদের টিকাদান নিশ্চিত করতে নিবন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। 

জেডএস