গ্রিসের এথেন্সে বঙ্গবন্ধুর নামে হচ্ছে স্কুল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ্রিসের রাজধানী এথেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্কুল স্থাপন করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্কুলটি প্রতিষ্ঠা করবে।
বুধবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে স্কুল স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়াও কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।
কমিটির অনুমোদিত পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬০৭ কোটি ৭৪ লাখ পাঁচ হাজার ৫৬৮ টাকার অনুমোদন দেওয়া হয়। এ অর্থের মধ্যে জিওবি থেকে ৫৯৪ কোটি ৭১ লাখ ৮৩৪ টাকা এবং বিশ্বব্যাংক থেকে ঋণ ১৩ কোটি তিন লাখ চার হাজার ৭৩৪ টাকা ব্যয় হবে।
বিজ্ঞাপন
অনলাইন মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আবু সালেহ সাংবাদিকদের জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় গ্রিসের এথেন্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনশেনিয়াল স্কুল’ নামে ওই স্কুলটি স্থাপনে অর্থ ব্যয়ের জন্য অব্যাহতি দিয়েছে কমিটি। একইসঙ্গে স্কুল নির্মাণে গ্রিসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদনও দেয়া হয়েছে।
এছাড়াও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উত্থাপিত হয় পাঁচটি প্রস্তাব। এর মধ্যে মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে ৫০ হাজার মেট্রিক টন গম সিঙ্গাপুর থেকে কিনতে ১৩৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৮০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে জিটুজি ভিত্তিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩০ হাজার মেট্রিক টন ডিজেল ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ‘পল্লী জনপদ নির্মাণ প্রকল্পের তিনটি সাইটের (রংপুর, বগুড়া এবং গোপালগঞ্জের) পূর্ত কাজ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লি. গাজীপুর’-এর ১৫৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার দর প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন ‘ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)’ প্রকল্পে (তৃতীয় সংশোধিত) পরামর্শক সেবা জয়েন্ট ভারত ও জার্মানির কাছ থেকে ক্রয়ের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৩ কোটি তিন লাখ চার হাজার ৭৩৪ টাকার অনুমোদন দেয়া হয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশ সচিবালয়ে ২০তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পের জন্য দুটি প্রতিষ্ঠানকে কাজ দিতে ১৯৩ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৩৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
এনএম/এফআর