করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তার দাবি
করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় শ্রমিক পরিবারগুলোকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
সোমবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
বিজ্ঞাপন
মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘করোনা মহামারি শুরুর পর কর্ম হারিয়েছেন সারাদেশের লাখ লাখ শ্রমিক। বিশেষ করে দিনমজুর শ্রেণির অবস্থা খুবই খারাপ। শিল্প-কারখানা, দোকানপাট ও পরিবহন সেক্টর বন্ধ থাকায় পরিবারের ভরণ-পোষণ চালাতে শ্রমিকদের একটি বড় অংশ ঋণের ফাঁদে পতিত হয়েছেন। নিজেদের কষ্টের মূল্যবান সম্পদ, জায়গা-জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। এসব অসহায় পরিবার সরকারের পক্ষ থেকে এককালীন কমপক্ষে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
তিনি আরো বলেন, ‘করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরও প্রায় সাড়ে তিন কোটি মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস। করোনা দুর্যোগে সরকার এসব দরিদ্র মানুষের সহায়তায় যেসব কার্যক্রম নিয়েছিল তা বাস্তবতার চেয়ে অনেক কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব সহায়তা প্রকৃত অসহায় মানুষদের হাতে গিয়ে পৌঁছায়নি।’
বিজ্ঞাপন
আমরা বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেশের কর্মহীন শ্রমিক-কর্মচারীদের তালিকা করে প্রকৃত অসহায় মানুষের মধ্যে সহায়তা পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি।
জেডএস