রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়ায় কনটেইনার ও মিনি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তারা হলেন- সোহান (২৩), সাগর (২২) ও সিদ্দিকুর (২৩)।

সোমবার (৯ আগস্ট) বিকেল পৌনে ৫টায় আহত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ডেমরা এলাকায় কন্টেইনার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কন্টেইনারটি পালিয়ে যায়। সংঘর্ষের কাভার্ড ভ্যানের ভেতরে তিনজন আটকা পড়েন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

আহত চালক সোহান জানান, আমরা রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কন্টেইনার লেন পরিবর্তন করে আমাদের গাড়ীতে আঘাত করে। এতে আমরা আহত হই। এমনভাবে সামনে থেকে চ্যাপ্টা হয়ে গেছে আমাদের বের হওয়ার উপায় ছিল না। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।কন্টেইনারটি আমাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ডেমরা থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে আসে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/ওএফ