ইয়াবা-ফেনসিডিলসহ ৫৩ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ তোফাজ্জল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা থেকে পিকআপে করে ফেনসিডিল নিয়ে হযরত শাহ আলী মাজারের দিকে আসছে।
বিজ্ঞাপন
এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে পিকআপ তল্লাশি করে ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় একজন পালিয়ে যান। ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার তোফাজ্জল চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৬৭ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন ও ১০ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯ আগস্ট সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
এর আগে, শনিবার থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৪৩ হাজার ১৯৭ পিস ইয়াবা, ২০৮ গ্রাম হেরোইন, ১০ ক্যান বিয়ার ও ৭ কেজি ৮৮০ গ্রাম গাঁজা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়।
জেইউ/এমএইচএস