টিভি দেখা নিয়ে ঝগড়ার পর কিশোরীর আত্মহত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় টিভি দেখা নিয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়ার পর বিষপানে অপর্ণা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
সোমবার রাত দেড়টায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
অপর্ণার চাচা মিলন সরকার ঢাকা পোস্টকে বলেন, রাতে ছোট ভাইয়ের সাথে টিভি দেখা নিয়ে ঝগড়া হয় আপর্ণার। পরে সে তেলাপোকা মারার বিষ খায়। এরপর অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে আমরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর্ণার বাবার নাম মৃদুল সরকার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে অচেতন অবস্থায় এক কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ