করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘দুবাই ইসলাম ফাউন্ডেশন’। মহামারির প্রথম দিকে থেকে সংগঠনটি ফ্রি অ্যাম্বুলেন্স, অক্সিজেন সার্ভিস, হাসপাতালে রোগী ভর্তি করানো, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফনসহ লকডাউনের সময় খাদ্য সরবরাহ করে আসছে।

‘দুবাই ইসলাম ফাউন্ডেশন’-এর সংগঠক ফটিকছড়ির সমিতির হাটের সৌদি প্রবাসী রফিকুল ইসলাম। এসব কাজের জন্য তিনি এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন।

এছাড়াও সৌদি প্রবাসী রফিকুল ইসলাম ‘দুবাই ইসলাম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে মসজিদ, মাদরাসা, স্কুল প্রতিষ্ঠিত করেছেন। নিজ এলাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি আশপাশের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। তার এসব কার্যক্রম ইতিমধ্যে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রবাসী রফিকের উদারতা অন্যান্যদের মধ্যে দেখা গেলে সমিতির হাটের মানুষের দুর্ভোগ অনেক আগেই কমে আসত।

এমএইচএস