করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কর বিভাগের কর্মকর্তা সহকারী কর কমিশনার সালাহ্উদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ মু'মেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। সালাহ্উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান। 

এনবিআর সূত্রে জানা যায়, মৃত্যুকালে সালাহ্উদ্দিন আহমেদ স্ত্রী এবং ৯ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি ২৭৩ম বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবী, দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। কর অঞ্চল-৮ এ সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আরএম/জেডএস