নিখোঁজের একদিন পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক চীনা নাগরিক জি কুইনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, 
বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালের দিকে নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, পুকুরটি বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে কাজ করা সিপিপির অফিসের সামনে। জি কুইনজন সিপিপির হয়ে এই বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন। তিনি কয়লা বিদ্যুৎকেন্দ্রটির পাইপলাইনে কাজ করতেন।

বুধবার (১১ আগস্ট) দুপুর একটার পর নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক জি কুইনজেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন শ্রমিকেরা। পরে সেটি উদ্ধার করা হয়।
 
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপ এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। নির্মাণের দায়িত্ব পালন করছে চীনা প্রকৌশলী প্রতিষ্ঠান।

কেএম/জেডএস