সুগার মিলের ৫৩ টন চিনি লোপাট, ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রায় ৫৩ টন চিনি লোপাটের অভিযোগে কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডের উপ-ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. আল-আমিন, বরখাস্ত হওয়া গুদাম রক্ষক মো. ফরিদুল হক এবং শ্রমিক সর্দার মো. বশির উদ্দীন।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুষ্টিয়া সুগার মিলের গোডাউন থেকে ৫২.৭০ টন চিনি আত্মসাৎ করেছেন। যার বাজার মূল্য ৩৩ লাখ ২০ হাজার ১০০ টাকা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএম/জেডএস