দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে মোহাম্মদ ইমরানের সাক্ষাৎ
দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে অনিল বাইজালের সরকারি বাসভবন ‘রাজনিবাস’-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে হাই কমিশনার মোহাম্মদ ইমরান শ্রী বাইজালকে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও সাফল্য সম্পর্কে অবহিত করেন। তিনি মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের গৃহীত বিভিন্ন আয়োজনের বিষয়ে অবহিত করেন।
বিজ্ঞাপন
এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
হাই কমিশনার বাইজালকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি সংস্করণের একটি কপি উপহার দেন ও বাংলাদেশ সফরে তাকে আমন্ত্রণ জানান।
বিজ্ঞাপন
তারা আশা প্রকাশ করেন, কোভিড মোকাবিলায় দুই দেশ তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে। একইসঙ্গে আগামী দিনগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।
শ্রী বাইজাল ১৯৭১ সালে আইএএস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ শরণার্থী শিবিরে তার অভিজ্ঞতার বিবরণ দেন। তিনি বর্তমানে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, শ্রী বাইজাল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ-আসাম সীমান্তে অবস্থিত শরণার্থী শিবিরে দায়িত্ব পালন ছাড়াও মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে কাজ করেছেন। পরে তিনি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সাক্ষাতকালে নয়া দিল্লীর বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (রাজনৈতিক) মো. নুরল ইসলাম ও ভারত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএস