টিকার যৌথ উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি সোমবার
দেশে টিকা উৎপাদন শুরু করতে সোমবার (১৬ আগস্ট) সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চুক্তি হতে যাচ্ছে। মূলত, ইনসেপ্টা, বাংলাদেশ সরকার ও সিনোফার্মের সঙ্গে এ চুক্তি সই হবে।
শনিবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টিকার যৌথ উৎপাদনে সোমবার (১৬ আগস্ট) চীনের সিনোফার্ম কোম্পানির সঙ্গে ইনসেপ্টার চুক্তি হবে।
বিজ্ঞাপন
জানা যায়, ওইদিন বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের মিলনায়তয়নে টিকার যৌথ উৎপাদনে চুক্তি সই হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে সিনোফার্মের টিকা বাংলাদেশেই উৎপাদন করতে সরকার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, যেকোনো মুহূর্তে এ যৌথ উৎপাদন চুক্তি হতে পারে।
ড. মোমেন জানান, আমরা সমঝোতা স্মারকটা (এমওইউ) পেয়ে গেছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে। তারা সই করার কথা। তিনটা প্রতিষ্ঠান সই করবে। ইনসেপ্টা, বাংলাদেশ সরকার ও সিনোফার্ম।
১০ আগস্ট (মঙ্গলবার) ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন হাওলং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে শিগগির টিকার যৌথ উৎপাদন করতে যাচ্ছি আমরা।
এনআই/এসএম