বঙ্গবন্ধুর স্মরণে মুনিরীয়া তবলীগের দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস হাটহাজারীতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫নং উত্তর মাদার্শা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দীন মুনিরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নূরখান।
বিজ্ঞাপন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুজিবুদ্দৌলা দৌলত, অধ্যাপক অলি আহাদ চৌধুরী,মাওলানা এরশাদুল হক,মুহাম্মদ মনির উদ্দীন মোর্শেদ, মাওলানা জসিম উদ্দীন চৌধুরী, মাওলানা আবদুস সবুর, মোহাম্মদ শাখাওয়াত হোসেন সোহেল, মুহাম্মদ বেদার উদ্দীন মুহাম্মদ রফিক, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ নূর নেওয়াজ, মুহাম্মদ আলাউদ্দীন জিকু, মুহাম্মদ মনির উদ্দিন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন ‘বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরব অর্জনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং এদেশের মানুষের মুক্তিই ছিল তার জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নেই তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। জীবনের একটা বড় সময় জেলে কাটিয়েছেন।’
বিজ্ঞাপন
তারা আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। খুনিরা ভেবেছিল, এর মাধ্যমে ইতিহাস থেকে তার নাম মুছে যাবে। কিন্তু ইতিহাস তার নিজস্ব পথে চলে। নতুন প্রজন্মের কাছে তিনি আজও মহানায়ক, তিনি বাঙালি জাতির স্বপ্নের দিশারী। তার ৭ মার্চের ভাষণ এখনো দেশের মানুষকে উজ্জীবিত করে এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে সাহস যোগায়।’
বক্তারা আরও বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল সংগঠনের উদ্যোগে সৌদিআরবস্থ পবিত্র মক্কা শরীফ-মদিনা শরীফ, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে আয়োজন করা হয়েছে। গত ৬ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খতমে কোরআনের মাধ্যমে ১৫ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়; যা আগামী ২২ আগস্ট টুঙ্গিপাড়াতে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
এমএইচএস