জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত তিন খুনিকে খুঁজে বের করতে দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘জাতির পিতার আত্মস্বীকৃত পাঁচজন পলাতক খুনির মধ্যে দুই খুনির বিষয়ে আমরা তথ্য জানি। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তবে বাকি তিন খুনির অবস্থান স্পষ্ট নয়। পলাতক এসব খুনিদের খুঁজে বের করার ক্ষেত্রে দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সহযোগিতা চাইছি। তারা কোথায় আছেন, কেউ জানাতে পারলে পুরস্কার দেব।’

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর ক্ষেত্রে আশাবাদের কথা জানিয়ে মোমেন বলেন, ‘রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।’ 

আর কানাডায় অবস্থান করা নূর চৌধুরীকে ফেরানোর বিষয়ে ড. মোমেন বলেন, ‘কানাডার বিশেষ আইন আছে যে তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না। আমরা অনুরোধ করব নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে।’

এ সময় প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুনিরা যেখানে অবস্থান করছেন, তাদের বাড়ি সামনে গিয়ে বিক্ষোভ করুন। সেসব দেশের সরকার জানুক যে সেখানে খুনি আছেন। তাহলে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ তৈরি হবে।’

জিয়া, এরাশাদ ও খালেদা জিয়ার সরকার থাকাকালে খুনিদের মদদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মোমেন। তিনি বলেন, ‘এরা ক্ষমতায় থাকাকালে তাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এতদিন পর কেসটি হাতে নিয়েছি। আমি দেশবাসীকে বলব, আপনারা এতদিন খুনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন? করলে হয়তো এসব সরকার তাদের এত মদদ দিত না।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রণালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।

এনআই/ওএফ