রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি ফ্যাক্টরিতে মোটরের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইন উদ্দিন (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আব্দুল গণি ঢাকা পোস্টকে জানান, শনির আখড়া বাসার পাশেই একটি ফ্যাক্টরিতে মোটরের লাইন ঠিক করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় মাইন উদ্দিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে শনির আখড়া ৪ নম্বর রোডের বি ব্লকের ১০৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত মাইন উদ্দিন। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কান্দারগাঁও গ্রামে। সে ওই এলাকার মৃত আনসার আলীর সন্তান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস