ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মো. এনায়েত করিম, হাসপাতালের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক ডা. সি.এম রেজা কোরেশী ফরহাদ, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে প্রধান লাইব্রেরিয়ান মো. জাকিরুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
তৎকালীন ছাত্রনেতা ভাইস প্রিন্সিপাল ডা. মো. এনায়েত করিম বঙ্গবন্ধুর সাহচার্যের স্মৃতিচারণ করেন। তিনি বঙ্গবন্ধুর মহানুভবতা ও দেশপ্রেমের কিছু খণ্ড খণ্ড চিত্র তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
বিজ্ঞাপন
কলেজের অধ্যক্ষ শোকের এই দিনে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহান নেতার জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। অধ্যক্ষ সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান।
পরিশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহম্মেদ মল্লিক।
ওএফ