মানবিক কাজে অসহায় মানুষের পাশে সম্মিলিত মানব কল্যাণ সংস্থা
হাসপাতালে ভর্তি মা। ওষুধ কেনার সামর্থ্য নেই, তাই ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। মৃত্যু নিশ্চিত জেনেও এমন সিদ্ধান্ত নিয়েছে পরিবার। পরিবারটির পাশে দাঁড়িয়েছে সম্মিলিত মানব কল্যাণ সংস্থা।
এমন অসহায় ও উপায়হীন যাদের আঁকড়ে ধরে বেঁচে থাকার শেষ সম্বলটুকুও নেই। সেসব অসহায় মানুষের পাশে গত এক বছর ধরে দাঁড়িয়েছে সংস্থাটি। এটি নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রতিষ্ঠিত হলেও কাজ করছে সারাদেশে।
বিজ্ঞাপন
করোনাকালে এপর্যন্ত পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য এবং দুই শতাধিক মানুষকে নগদ অর্থ সহায়তা করেছে সম্মিলিত মানব কল্যাণ সংস্থা। এছাড়া সংস্থার মেডিকেল টিম পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ আগস্ট) সংস্থাটি করোনা রোগীদের জন্য বিনামূল্যে হোম অক্সিজেন সার্ভিস চালু করেছে। এ সেবাটি অসহায় মানুষের মনে আশার আলো জাগিয়েছে বলে জানায় এলাকাবাসী।
সংস্থাটির উপদেষ্টা ডা. জামাল উদ্দিন জানান, আমাদের মেডিকেল টিম সবসময় জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি সুন্নতে খৎনা ও বিনামূল্যে ঔষধ দেওয়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতবছর করোনাকালে ৩৮০ জন মানুষের মধ্যে রোগ প্রতিরোধকারী হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক এলব্যাম-৩০ বিতরণ করা হয়েছে।
এছাড়া প্রতিবন্ধী অসহায় অরুপ কর্মকারের আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে দোকানসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি স্থান করে নিয়েছে অসহায় মানুষের হৃদয়ে।
এআর/এসএসএইচ