নবাবপুরে বেকারিতে আগুন
রাজধানীর নবাবপুরে আলুবাজার রোডে একটি বেকারিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টা ৫৫মিনিটে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাত ৮টা ২০মিনিটে নবাবপুর আলুবাজার রোডের ডিসেন্ট বেকারিতে আগুন লাগার খবর পাই আমরা। পরে রাত ৮টা ২৬মিনিটে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃতি কারণ জানা যায়নি। আগুনে বেকারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
বিজ্ঞাপন
এমএসি/এসকেডি