বাড্ডায় কিশোরীর আত্মহত্যা
রাজধানীর বাড্ডা এলাকায় খালপাড়ে ঘুমের ট্যাবলেট খেয়ে সুমাইয়া আক্তার তন্নী (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টায় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালা রাহিমা ঢাকা পোস্টকে জানান, আমার বোন (নিহতের মা) সৌদি আরব থাকে। এজন্য তারা দুই বোন আমার আরেক বোনের কাছে বাড্ডাতে থাকে। সন্ধ্যায় ছোট বোনের সঙ্গে ঝগড়া করে তন্নী। এ নিয়ে আমার বোন বলে, তোমার ছোট বোন তুমি এমন করো কেন। পরে বাসায় ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সে। আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক জানান, সে মারা গেছে। তন্নী ১০ শ্রেণির ছাত্রী ছিল।
বিজ্ঞাপন
তারা উত্তর বাড্ডার খালপাড় এলাকায় থাকতেন। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারগাও এলাকায়। নিহতের বাবার নাম আবুল কাশেম।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসএসএইচ