মুক্তাদির আলী

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর, পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক চেয়ারম্যান মুক্তাদির আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াতের আত্মীয় সাংবাদিক ফারুক মেহেদি এ তথ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন। 

তিনি বলেন, আমি তার স্নেহধন্য ছিলাম। অত্যন্ত প্রচারবিমুখ এ মুক্তিযোদ্ধা আমার চাচাতো ভাইয়ের শ্বশুর। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকার বনানীর বাসায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান মুক্তাদির আলী। তিনি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে সিএমএইচ এর জরুরি বিভাগে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াকালে মুক্তাদির আলী মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭২ সালে তিনি বেঙ্গল রেজিমেন্ট কমিশনপ্রাপ্ত হন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি পেট্রোবাংলার বিভিন্ন প্রতিষ্ঠান বাপেক্স, সিলেট গ্যাস ফিল্ড এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চার দশক জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তার মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

পিএসডি/আরএইচ