মতিঝিলে শিল্প ভবনে শর্ট সার্কিট থেকে আগুন
রাজধানীর মতিঝিলের বক চত্বরের পাশে শিল্প ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২২ আগস্ট) দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুনের খবরে স্থানীয় ফায়ার সার্ভিস ফাঁড়ির দুটি ইউনিট পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ৯১ মতিঝিল বক চত্বরের পাশে শিল্প ভবনে আগুনের সংবাদ পাওয়া গেছে। দুপুর ১২টা ৩৪ মিনিটে পাওয়া খবরে দুটি ইউনিট পাঠানো হলেও তিন মিনিটের মাথায় নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভে যায়। ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি। শর্ট সার্কিট থেকে লাগা ওই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেইউ/এসএসএইচ
বিজ্ঞাপন