ঢাকার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা থেকে জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৪। আটকরা হলেন, মো. মজিবুর রহমান (৩৪) ও মো. তানভীর আহম্মেদ (২১)।

সোমবার (২৩ আগস্ট) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ আগস্ট) রাতে র‍্যাব-৪ এর একটি দল নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের জাল টাকা, ৪টি মোবাইল ও নগদ-১০ হাজার ৩৫৭ টাকাসহ ২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা ঢাকার বিভিন্ন এলাকায় এই জাল নোট তৈরি করত। সেগুলো মানুষের কাছে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল। 
আটকরা আরও জানায়, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে।

আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এমএইচএস