রাজধানীর লালবাগ কেল্লা মোড় বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন সামিয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারা যায় শিশুটি।

নিহত শিশুর নানা জাকির হোসেন ঢাকা পোস্টকে জানান, রোববার রাত ১২টার দিকে বাসার সামনে বের হলে লালবাগ কেল্লা মোড় বাজার এলাকায় একটি ট্রাক আমার নাতিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে সে মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে। 

এসএএ/জেডএস