লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণকাজের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়ার অনুরোধ জানিয়েছে রামগতি ও কমলনগর নদীতীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ।

সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রামগতি ও কমলনগরের নদীভাঙনে হাজার হাজার ঘর-বাড়ি, অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদসহ অনেক হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই নদী ভাঙন কবলিত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত বেড়িবাঁধের কাজের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। এই হাসি যাতে স্থায়ী হয় সেজন্য আমাদের অনুরোধ, ওই বেড়িবাঁধ প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন ও বাঁধের দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি নিশ্চিতের জন্য কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মো. আব্দুজ্জাহের সাজু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল আমিন রাজু, সদস্য সচিব মো. আবুল কাশেম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম ফারুক পিংকু এবং রামগতি ও কমলনগরের নদী ভাঙন কবলিত জনসাধারণ। 

এমএইচএন/এইচকে