পাহাড়ের সৌন্দর্য ঠিক রাখতে সমন্বয় করে কাজ করার নির্দেশ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পাহাড়ের সৌন্দর্য ঠিক রাখতে হবে। এজন্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মন্ত্রী কাজের গুণগতমান ঠিক রেখে অগ্রগতি শতভাগ নিশ্চিত করে যথাসময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরীসহ মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও প্রকল্পগুলোর গত অর্থবছরে অগ্রগতি ৯৯ শতাংশ অর্জিত হয়েছে। চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের অধীন ২১টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এসএইচআর/জেডএস