রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ওয়ারলেস গেটে নামার সময় ব্রেক ফেল করে দাঁড়িয়ে থাকা র‌্যাবের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এ সময় পাশে থাকা আরও তিনটি রিকশাও দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

বুধবার (২৫ আগস্ট) মগবাজার ফ্লাইওভার থেকে ওয়ারলেস গেটের দিকে মধুবাগের গলির মুখে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি কাভার্ডভ্যান মগবাজার ওভারব্রিজ থেকে নামার সময় দাঁড়িয়ে থাকা র‌্যাব -৩ এর গাড়িতে ধাক্কা দেয়। এতে র‌্যাবের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশে দাঁড়িয়ে থাকা তিনটি রিকশাও দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ৪-৫ জন আহত হন। আহতরা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ট্রাফিক রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার রিফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর কাভার্ডভ্যানের চালক হেলপারসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মগবাজার ফ্লাইওভার থেকে ওয়ারলেস গেটের দিকে নামার সময় কাভার্ডভ্যানটি ব্রেক ফেল করে। যে কারণে চালক এলোমেলোভাবে গাড়িটি চালিয়ে সড়কে নামছিলেন। ওয়ারলেস গেটের মুখেই কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে আঘাত করে। পরে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলে কেউ গুরুতর আহত হননি। কাভার্ডভ্যানের মালিক, র‌্যাব ও রিকশাচালকদের মধ্যে ক্ষতিপূরণ আদায়ের জন্য বৈঠক হচ্ছে। সমঝোতা না হলে তাদের থানা পুলিশে সোপর্দ করা হবে।

জেইউ/এসকেডি