ঢাকা কলেজের সব ধরনের ফি এখন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। এর ফলে দেড় শতাব্দী প্রাচীন কলেজটির ১২ হাজার শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে যেকোনো স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল অপারেটর ‘নগদ’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাচীনতম কলেজটি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন এবং ‘নগদ’-এর হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহায়েল এস তাসনিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শুধু ঢাকা কলেজ নয়, দেশের অন্যান্য সব সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি পরিশোধের জন্য ‘নগদ’ এখন সবার প্রথম পছন্দ। এতে করে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকের বিল পরিশোধের ঝামেলা দূর করেছে। একই সঙ্গে সময় ও খরচ সাশ্রয় করতে সারা দেশের চার শতাধিক প্রতিষ্ঠানকে ফি পরিশোধ সেবা দিয়ে আসছে ‘নগদ’।

এসআই/এমএইচএস