ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ রওশন (৬৫) ও আইয়ুব মোল্লা (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন কাফন ও সৎকার টিম সূত্রে জানা গেছে, উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শেখ রওশন (৬৫) করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তার অবস্থার অবনতি হয়। ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের আইয়ুব মোল্লা (৬০) করোনা আক্রান্ত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান।  

নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন-কাফন টিমের অন্যতম সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জী জানান, তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বাধীন উপজেলা কোভিড-১৯ দাফন-কাফন টিম বিকেল পাঁচটার দিকে দুজনের মরদেহ গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করেছেন। 

হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জীসহ দলে আরও ছিলেন, মাওলানা বাইজিদ খান, মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান। 

ফারুক আহমেদ/আরএইচ