গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফজলুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে অচেতন হয়ে যান ফজলুর রহমান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

কাশিমপুর কারাগারের কারারক্ষী আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, রাতে ফজলুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা শুধু তার নাম জানি। কী মামলায় কতদিন সাজা হয়েছে, সেটা বলতে পারব না। কবে কারাগারে আছেন তাও জানি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে কাশিমপুর থেকে এক কয়েদিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এমএইচএস