আশুলিয়ায় গলিত লাশ উদ্ধার, মূলহোতাসহ গ্রেফতার ৩
রাজধানীর অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতা এবং জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাতে রাজধানী ও ঢাকাসহ বিভিন্ন জেলা হতে ওই চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর পৃথক দল।
বিজ্ঞাপন
যিনি খুন হয়েছেন বলে দাবি করা হচ্ছে সম্প্রতি তার গলিত মৃতদেহ (কঙ্কাল) আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের মূলহোতা অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মো. সাব্বির।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
জেইউ/এইচকে